ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

রংতুলির আঁচড়ে স্বাবলম্বী সোহাগ

খন্দকার শাহীন
🕐 ১:০৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২০

দৈনিক খোলা কাগজ পাঠক ফোরাম ‘এগারজন’র মাধবদী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা কমিটির সভাপতি আহমাদুর রহমান সোহাগের কারুকার্যে ফুটিয়ে তোলা আলপনায় মুগ্ধ মাধবদীবাসী। লেখাপড়ার পাশাপাশি সামাজিক কর্মকান্ড ও ক্রিকেট খেলায় ব্যাপক সুনাম রয়েছে তার।

 

ছোটবেলা থেকেই রংতুলির আঁচড়ে বিভিন্ন নকশায় পারদর্শী সোহাগ। অনেকটা শখের বশেই সে আলপনা করতো। কিন্তু বর্তমানে বিভিন্ন অনুষ্ঠানের ইভেন্টে ককশিটে আলপনার বহুল ব্যবহার হওয়ায় সে এই কারুকার্যকে শখের পেশা হিসেবে নেওয়ার সিদ্ধান্ত নেয়।

এই লক্ষ্যে সহপাঠী বন্ধু ও মাধবদী কলেজ শাখা এগারজন কমিটির সাধারণ সম্পাদক সাদ্দামকে সঙ্গে নিয়ে ইভেন্ট ম্যানেজমেন্টের উপর প্রশিক্ষণ গ্রহণ করে। বর্তমানে দুই বন্ধু পুরোদস্তুর ইভেন্ট অর্গানাইজার। সোহাগ জানায়, লেখাপড়ার পাশাপাশি কাজ করে অর্থ উপার্জন করা কঠিন চ্যালেঞ্জ।

তাই সৌখিন কাজের মাধ্যমে আমি ও আমার এগারজন সহকর্মীরা যৌথভাবে সমাজজীবনে প্রচলিত নানাবিধ অনুষ্ঠান ও গৃহসজ্জার জন্য আলপনার কাজ করে স্বাবলম্বী হওয়ার চেষ্টা অব্যাহত রেখেছি।

সমন্বয়ক এগারজন
নরসিংদী

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper