ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

১০ বই যৌতুকে বিয়ে!

মোহাম্মদ নেয়ামত উল্লাহ
🕐 ১:০২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২০

নারায়ণগঞ্জের ফতুল্লার কাশীপুরে গোয়ালবন্দ সমাজ উন্নয়ন সংসদের সদস্য সচিব, জাতীয় দৈনিক খোলা কাগজ’র পাঠক ফোরাম এগারজন’র জেলা কমিটির সভাপতি, ছাত্রলীগ কর্মী ও শিক্ষক সোলায়মান ইমরান মাত্র ১০টি বই যৌতুক হিসেবে নিয়ে বিয়ে করেছেন তারই সহকর্মী হাটখোলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফাতেমা আক্তার ঝিনুককে।

বিয়ের জন্য বেছে নিয়েছেন রোজ ডে বলে পরিচিত ৭ ফেব্রুয়ারিকে। গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে কাশীপুর নলুয়া এলাকার মোখলেছুর রহমানের ৪র্থ মেয়ে ফাতেমা আক্তার ঝিনুক ও একই ইউনিয়নের দক্ষিণ গোয়ালবন্দ এলাকার আবুল হাসেমের একমাত্র ছেলে সোলায়মান ইমরানের বিয়ে সম্পন্ন হয়। অনুষ্ঠানে উভয় পরিবারের সদস্যরা ছাড়াও নিকট আত্মীয়-স্বজনরা উপস্থিত ছিলেন।

সোলায়মান ইমরান জানান, আমি বরাবরই যৌতুকবিরোধী। সমাজ থেকে এ ধরণের অভিশাপ মুক্ত করতে শিক্ষিতদের এগিয়ে আসতে হবে। লেখালেখি করার কারণে বই আমার খুব পছন্দ, তাই উপহার হিসেবে ১০টি বই নিয়েই আমি সন্তুষ্ট। বিপরীতে স্ত্রীকে আমি উপহার হিসেবে ১০টি ফুলের গাছ দিয়েছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।

সমন্বয়ক, এগারজন
নারায়ণগঞ্জ

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper