ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সুখে থেকো

ইখতিয়ার উদ্দীন আজাদ
🕐 ১২:৫৬ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০১৯

(উৎস্বর্গ : সাংবাদিক শাহিনূর আলম শিমু’র ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে)
মানবিক কারণে মনে বইছে সুনামি ঝড়
প্রবল ব্যথায় নীল মনের বাসা,
অথচ ধরণীর বুকে যখন-
তব দীপ্ত পদচারণা ছিল,
তব কাজে কর্মে ঝঙ্কার তোলেনি মম মন
যুগল স্বপ্নে ভাসেনি ফাগুন!

মোদের আবেশি প্রহর...
ধরা-ছোঁয়ার বাহিরে; অসীম দূরে তুমি-
বুকের গহিনে বাজে; ব্যথার করুণ কাহিনী!
গগনে-পবনে ধ্বনিত-হায়-হাহাকার...
যে দেখেনি তার নয়ন জল!
যে তব বুঝেছে তার মনে গুমরে ওঠা ক্রন্দন।
ধরণীর সুতোয় বন্দি; আত্মার আত্মীয়তা
মোদের কি অমোঘ টান...
পরিচয় দিতে পারা দুরন্ত সুস্থ গরব,
পরকালে সুখে থেকো- শুধু এই কামনা।

সমন্বয়ক,
এগারজন, পত্নীতলা, নওগাঁ।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper