ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

তরুণরাই সুন্দর আগামী গড়বে

রাবিতে আলোচনা

আরাফাত শাহীন
🕐 ৩:০৫ অপরাহ্ণ, নভেম্বর ০৭, ২০১৯

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এগারজনের উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় এগারজনের সাধারণ সম্পাদক জিনাত পারভীন বৃষ্টির সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন সভাপতি আরাফাত শাহীন, প্রচার সম্পাদক দীপঙ্কর সরকার, সদস্য নাফিস অলি, আব্দুর রউফ, সারাফাত অলি এবং আব্দুর রহমান আখন্দ। সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুহূর্তেই শহীদ মিনার প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।

আলোচনায় বর্তমানে দেশের এবং আন্তর্জাতিক নানা প্রসঙ্গ উঠে আসে। আলোচনা হয় আগামীর তারুণ্যের সমস্যা এবং সম্ভাবনা নিয়ে।

সদস্য সারাফাত অলি বলেন, ‘আমাদের তরুণরা আজ নানা কারণে হতাশায় নিমজ্জিত হচ্ছে। তারা হতাশার কারণে আত্মহত্যা পর্যন্ত করতে বাধ্য হচ্ছে। তরুণদের এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে হবে। দেশের বিশাল এক সম্পদকে অন্ধকারে নিমজ্জিত রেখে দেশ কখনো এগিয়ে যেতে পারবে না। তরুণরাই পারবে, সুন্দর আগামী গড়তে।’

সাধারণ সম্পাদক বৃষ্টির গলায় তরুণদের নিয়ে সম্ভাবনার সুর।

তিনি বলেন, ‘একটি দেশের তরুণরা হলো তার প্রকৃত সম্পদ। আমাদের দেশের তরুণরা আজ দেশীয় এবং আন্তর্জাতিক নানা বিষয়ে বেশ সচেতনতার পরিচয় দিয়ে যাচ্ছে। দেশের বিভিন্ন সমস্যায় তারা এগিয়ে আসছে। এভাবে যদি তারুণ্যের জোয়ার ধরে রাখা যায় তাহলে আমাদের দেশ সামনের দিকে এগিয়ে যাবে।’

সভাপতি, এগারজন
রাজশাহী বিশ্ববিদ্যালয়

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper