ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

পাঠাগারে বই প্রদান

নাজের উদ্দীন
🕐 ১২:০৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ০৫, ২০১৯

পটিয়া এগারজনের পক্ষ থেকে গণপাঠাগারে বই প্রদান করা হয়। পটিয়া এগারজনের সভাপতি হামীম রায়হান, পাঠাগারের অন্যতম উদ্যোক্তা, সমাজ সেবক, ব্যাংকার ও সংগঠক জাকির হোসাইনের হাতে বই তুলে দেন। এ সময় এগারজনের সদস্য নাঈম, ওয়াহিদ, মোস্তফাসহ পাঠাগারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

পটিয়া এগারজনের সভাপতি বলেন, আমরা চাই একটি বইভিত্তিক সমাজ। বই আমাদের পরম বন্ধু। তাই বইয়ের আলোয় আলোকিত সমাজ গড়তে এমন পাঠাগার আরও গড়ে উঠা দরকার। উদ্যোক্তাদের ধন্যবাদ জানান এমন কাজের জন্য। আর এগারজনকে এমন কাজে পাশে পাবেন। এরপর পাঠাগারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

সাংগঠনিক সম্পাদক, এগারজন
পটিয়া, রাজশাহী।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper