মশা
হামীম রায়হান ৪:২৫ অপরাহ্ণ, আগস্ট ০৮, ২০১৯

মারতে মশা,
কামান বসা,
আনরে ওষুধ কিনে।
কেমন করে,
দেখি ঘরে
কামড়ায় রাতে দিনে!
এত দামি,
ওষুধ আমি
ঘরে দিলাম মেরে,
দেখিস এবার,
ভাঙবে ঘাড়,
মশা যাবে হেরে।
কিন্তু একি!
মশা দেখি,
দিব্যি ঘরে ঘুরে,
এসে কানে,
নাচে গানে
ভেংচি কেটে উড়ে।
মশা শুধায়,
‘ওরে হুদায়,
করলি নষ্ট টাকায়,
এই ওষুধে।
সভাপতি
এগারজন, পটিয়া চট্টগ্রাম।