তোমায় মনে পড়ে
এইচ এম নিলয় ৬:০০ অপরাহ্ণ, আগস্ট ০১, ২০১৯

তোমাকে আজ বড্ড মনে পড়ছে
কোথাও নেই তুমি,
আমার চারপাশ অনেক অন্ধকার
আমি মোমবাতি জ্বালিয়ে খড়কুটা পুড়ছি।
তবুও আলো নেই, অন্ধকার আলিঙ্গন করছে
জানালায় তাকিয়ে খুঁজছি তোমায়
নেই তুমি চার পাশে ঘুমন্ত পৃথিবীতে
নির্বাক আজ ভাবছি তোমায়।
সদস্য, কুভিক এগারজন