ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

জলাবদ্ধতার দায় কার?

আব্বাস উদ্দিন
🕐 ৫:২২ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০১৯

বাংলাদেশ ষড়ঋতুর দেশ। ছয়টি ঋতুর মধ্যে বর্ষকাল অন্যতম। আষাঢ়-শ্রাবণ দুই মাস বর্ষাকাল। এখন বাংলাদেশে বর্ষার মৌসুম। বর্ষার মৌসুমে ঝড় এবং বৃষ্টিপাত হওয়া স্বাভাবিক তবে অস্বাভাবিক এবং দুঃখের বিষয় হচ্ছে অতিরিক্ত ভারী বর্ষণের কারণে ঢাকা, চট্টগ্রাম, বান্দরবানসহ দেশের বিভিন্ন শহরের বড় বড় সড়কপথ তলিয়ে গেছে বৃষ্টির পানিতে। যার ফলে জনগণের যোগাযোগ ব্যবস্থার ব্যাপক বিঘ্নিত হচ্ছে।

এই ভোগান্তিতে ভুগছে দেশের সর্বস্তরের জনগণ। দুর্নীতি লেগে থাকা সত্ত্বেও দেশের উন্নয়ন কিন্তু কম হচ্ছে না কিন্তু উন্নতি হচ্ছে না সাধারণ জনগণের মন-মানসিকতা এবং নৈতিক মূল্যবোধের। বাংলাদেশের মানুষ নিজেরাই খাল কেটে কুমির আনছে।

জনগণ যদি বৃষ্টির পানি সরে যাওয়ার উৎস খাল-নালা ইত্যাদিতে প্লাস্টিক বর্জ্যসহ আরও বিভিন্ন বর্জ্য না ফেলত এবং পাহাড় রক্ষার জন্য প্রয়োজনীয় গাছগাছালি না কাটত তাহলে জনগণকে বর্তমান জলাবদ্ধতা এবং মারাত্মক বন্যার সম্মুখীন হতে হতো না।
জনগণের পাশাপাশি সরকারের জলাবদ্ধতা নিরসনে সঠিক পরিকল্পনা অভাব ও এর জন্য দায়ী।

সদস্য
এগারজন, ঢাকা বিশ্ববিদ্যালয়

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper