ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ইদুল ফিতর

মোজাম্মেল সুমন
🕐 ৪:২২ অপরাহ্ণ, জুন ১৩, ২০১৯

সাদামাটা প্রীতি-ফেলে আসা স্মৃতি
থাকে মনের বাগে,
রোদেজলে মায়া-বিশুদ্ধতার ছায়া
বলতে যে সাধ জাগে!

আমি বাতাসে শুনি-মমতার দুনি
নবরূপ চাওয়া প্রাণের,
সবুজ গাছে ঘেরা-তাই যে বাড়ি ফেরা 
মা মা নামটি ঘ্রাণের!

নিরিবিলি গাঁয়ে-ধুলোমাটি পায়ে 
ভাবনাগুলো আহ বেশ!
নাড়ি কাছে টানে-বেড়ে ওঠা গানে
হৃদয়ে ছড়ায় আবেশ!

কোমল দূর্বা ঘাসে-ধানক্ষেতেরই পাশে
চিকন একটা সড়ক,
আমি সোজা ছেলে-আলোছায়া খেলে
নীরবে করি পরখ!

ইদ মানেই তো ছুটি-ভালোলাগা লুটি
বাড়ির তাজা খাবার,
মায়ের প্রিয় মুখর ভালোবাসা সুখ
আদরমাখা বাবার!

স্বজন কাছে ডাকা-পাশাপাশি থাকা
ভীষণ খুশির ভিতরে,
মাঠে নামাজ শেষে-কোলাকুলি হেসে
শান্তি ইদুল ফিতরে!

সদস্য
এগারজন, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper