ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

মিছেমিছি

সাজ্জাদ হোসেন
🕐 ২:৩৬ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০১৯

কোথায় যেন ভাসিয়াছি
ডুবিয়াছি তোঁর চরে;
মরুর পথে মরীচিকারা আজ
হাসি তামাশা করে।

দেখিয়াছি তোঁরে শুভ্র মেঘে
চঞ্চল হাওয়ায় দিগন্তরে;
তোঁর লাগি দেখ স্বপ্ন বুনিয়াছি
নকশিকাঁথার অন্তরে।

শুনিয়াছি তোঁর অলীক খেয়াল
শ্বেত রং সীমানায়;
মজিয়াছে সেতো, দেখিসনি তুই
লাল টিপটির আনমনায়।

ভাবিয়াছি তোঁরে সাজিয়া রাখিবো
কাঠ পুতলির মতো;
পড়িয়াছে যে নজর, শকুনের হায়
দেখিনি অতশত!

অগোচরে তবু গান রচিতে যাই
অদক্ষ ধ্বনি সুরে;
সুখে থাক তুই, কল্পনার চাদরে
অঝোর বৃষ্টিজুড়ে।

সদস্য
এগারজন, ইসলামী বিশ্ববিদ্যালয়

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper