ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বসন্তরূপী

জাহিদ শিকদার
🕐 ১:২০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০১৯

বসন্তে কৃষ্ণচূড়া গাছের মাথাটি লাল হয়ে গেছে;
পা ফেলতে ভয় হয়, যদি ফুলে পা লাগে;
কোকিলের কহু কহু তানে লজ্জাবতী পাতা সজাগ;
দখিনা বাতাসের বিরামহীন নাচ।

স্নিগ্ধ বিকালে মেঘহীন আকাশের মুচকি মুচকি হাসি;
শান্ত নদী উত্তাল হয়ে গায়ছে গান বাতাসের ছোয়ায়;
ছোট ছোট ডিঙির গায়ে ছলছল জলের অবিরাম চুমু;
নৌকার পালে হাওয়া লাগে, যেন বুকে চিনচিন ব্যথা।

রাস্তার ধুলোবালি উড়ে গেছে, কিন্তু পদচিহ্ন আছে;
ঝোপের পাশের লেবুর ঢগা নুয়ে পড়েছে তোমার পানে;
লাল পিঁপড়ার দল আজ সারিবদ্ধ তোমার ঘ্রাণের
অপেক্ষায়;
বসন্তের হাওয়া চাচ্ছে তোমার আঁচলখানী উড়াতে।

অপলক দৃষ্টিতে চেয়ে আছে খোলসওয়ালা শামুকের চোখ দুটি;
কোকিলের ডাক খানিক বন্ধ হলেও, তবুও কাক যেন কোকিল;
গায়ের লোম যেন চুম্বকের টানে মাথা তুলে দাঁড়িয়েছে;
বসন্তরূপী, তোমার দৃষ্টিতে লজ্জাবতী আবার লজ্জা পেয়েছে।

সাধারণ সম্পাদক
এগারজন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper