ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

নজরুল বিশ্ববিদ্যালয়ে নতুন চার বিভাগ

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
🕐 ১১:১৬ পূর্বাহ্ণ, নভেম্বর ০২, ২০১৮

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে চার ইউনিটে নতুন চারটি বিভাগ খোলা হচ্ছে।

এছাড়াও ভর্তিতে অনলাইন আবেদনের সময় ৩১ অক্টোবর থেকে বাড়িয়ে ৫ নভেম্বর রাত ১২টা পর্যন্ত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. হুমায়ুন কবীর জানান, এ বছর ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় চারটি ইউনিটে সমাজবিজ্ঞান বিভাগ, ব্যবস্থাপনা বিভাগ, পরিসংখ্যান বিভাগ ও দর্শন বিভাগ চালু হচ্ছে। সঙ্গে ভর্তিতে আবেদনের সময় পাঁচ দিন বাড়ানো হয়েছে।

নতুন বিষয়গুলোর মধ্যে- দর্শন বিভাগ ৫০টি (এএল ইউনিট), পরিসংখ্যান বিভাগ ৪০টি (বি ইউনিট), ব্যবস্থাপনা বিভাগ ৫০টি (সি ইউনিট) এবং সমাজবিজ্ঞান বিভাগ ৫৫টি (ডি ইউনিট) মোট ১৯৫টি আসন বৃদ্ধি করা হয়েছে।

নতুন চার বিভাগ যুক্ত হওয়ায় বিশ্ববিদ্যালয়ে মোট বিভাগ সংখ্যা বেড়ে ২৩টি হয়েছে। ভর্তি সংক্রান্ত অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে। ভর্তি পরীক্ষা ও আবেদন বিষয়ক তথ্যাবলী বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট (www.jkkniu.edu.bd)-এ পাওয়া যাবে।

 
Electronic Paper