ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ইবি শিক্ষকের মৌন প্রতিবাদ

শাবিপ্রবি ভিসির পদত্যাগ দাবি

ইবি প্রতিনিধি
🕐 ৫:৪০ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২২

ইবি শিক্ষকের মৌন প্রতিবাদ

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে মৌন প্রতিবাদ করেছেন পরিবেশ বিজ্ঞান ও ভূগোল বিভাগের প্রভাষক ইনজামুল হক।

এসময় তিনি শাবিপ্রবি ভিসি অধ্যাপক ফরিদ উদ্দীন আহমেদের পদত্যাগ দাবি করেন। বুধবার বেলা ১২টার দিকে ক্যাম্পাসের ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ মুর‌্যালের পাদদেশে দাঁড়িয়ে এ প্রতিবাদ কর্মসূচি পালন করেন তিনি। এসময় তার সাথে একই বিভাগের ২০১৭-১৮ বর্ষের শিক্ষার্থী মো. বাশার সংহতি প্রকাশ করে কর্মসূচিতে অংশ নেন।

প্রতিবাদ কর্মসূচিতে তারা ‘শাবিপ্রবির ভিসির পদত্যাগ চাই’ ‘ছাত্রদের জীবনের চেয়ে কি পদ বড়’ ‘শিক্ষকের কাছে আত্মসম্মানের চেয়ে কি পদবী বড়’ সহ বিভিন্ন শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করে শাবি শিক্ষার্থীদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেন। এসময় অবস্থানকারী শিক্ষক ইনজামুল হক বলেন, ‘শিক্ষার্থীদের সঙ্গে শাবি ভিসি যে অত্যাচার করছেন, সে কারণে একজন শিক্ষক হিসেবে আমি লজ্জিত। শিক্ষকদের সম্মানার্থে শাবি ভিসির পদত্যাগের দাবি জানাচ্ছি।’

 

 

 
Electronic Paper