ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বেরোবিতে ড. মুজিবুর রহমান হাওলাদার

‘নদী রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে’

বেরোবি প্রতিনিধি
🕐 ৬:৫৮ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০১৮

জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার বলেছেন, নদীমাতৃক বাংলাদেশের সকল নদ-নদীকে রক্ষা করতে হবে। কেউ যাতে নদী দখল বা দূষণ করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। আর যারা অবৈধভাবে নদী দখল করেছে তাদের থেকে নদীর জায়গা উদ্ধার করতে হবে। এ কাজের জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

মঙ্গলবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী নদীচিত্র প্রদর্শনী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নদীচিত্র প্রদর্শনীর আয়োজক রিভারাইন পিপলের পরিচালক বেরোবির বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. তুহিন ওয়াদুদের ভূয়ষি প্রশংসা করে ড. মুজিবুর রহমান হাওলাদার আরও বলেন, এ প্রদর্শনী বাংলাদেশে নদী আন্দোলনকারীদের অনুপ্রাণিত করবে। এ থেকে শিক্ষা নিয়ে নদীকর্মীগণ সারদেশের নদী নিয়ে কাজ করতে পারবেন।
 
রিভারইন পিপলের সাধারণ সম্পাদক শেখ রোকনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় নদী রক্ষা কমিশনের সার্বক্ষণিক সদস্য আলাউদ্দিন, অবৈতনিক সদস্য মনিরুজ্জামান, রংপুরের জেলা প্রশাসক এনামুল হাবীব, অক্সফাম ইন বাংলাদেশ-এর কর্মসূচি পরিচালক এম বি আখতার ও পলিসি এডভোকেসি ক্যাম্পেইন এন্ড কমিউনিকেশন ম্যানেজার এস এম মনজুর রশীদ।

এর আগে মঙ্গলবার সকাল ১০টায় মুঠোফোনে প্রদর্শনীর উদ্বোধন করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ। উদ্বোধনের পর থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ক্যাম্পাসের কৃষ্ণচূড়া সড়কের দুপাশে চলে এ প্রদর্শনী। এতে রংপুর বিভাগের দেড়শ নদীর চিত্র প্রদর্শন করা হয়। দিনব্যাপী প্রদর্শনী উপভোগ করেন সহস্রাধিক নদীপ্রেমিক।

এবিষয়ে জানতে চাইলে প্রদর্শনীর আয়োজক ড. তুহিন ওয়াদুদ বলেন, সফলভাবে প্রদর্শনীর কার্যক্রম শেষ হয়েছে। আশাকরি, নদীরক্ষায় মানুষের মাঝে সচেতনতা বাড়বে।

 
Electronic Paper