ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

প্রাথমিকের বার্ষিক পরীক্ষা এগিয়েছে

নিজস্ব প্রতিবেদক
🕐 ৮:৪১ পূর্বাহ্ণ, অক্টোবর ১৯, ২০১৮

একাদশ সংসদ নির্বাচন সামনে রেখে প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে চতুর্থ শ্রেণির বার্ষিক পরীক্ষা এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন এই পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৯ নভেম্বর থেকে ছয় ডিসেম্বরের মধ্যে। আগের সিদ্ধান্ত অনুযায়ী এই পরীক্ষা হওয়ার কথা ছিল ১১ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বরের মধ্যে।

বৃহস্পতিবার এ আদেশ জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, একাদশ জাতীয় নির্বাচনের কারণেই মূলত এই পরীক্ষা কয়েক দিন এগিয়ে আনা হয়েছে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং প্রাথমিক শিক্ষার সঙ্গে সম্পৃক্ত সব শিক্ষা কর্মকর্তাদের আদেশের অনুলিপি পাঠানো হয়েছে।

এদিকে নভেম্বরের প্রথম সপ্তাহে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ জানিয়েছেন।

নির্বাচনের সময় বিদ্যালয়গুলো ভোট কেন্দ্র হিসেবে ব্যবহার হয়; পাশাপাশি শিক্ষকরাও ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে কাজ করে থাকেন।

উল্লেখ্য, প্রথম থেকে চতুর্থ শ্রেণির বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয় বিদ্যালয়গুলোতে। আর পঞ্চম শ্রেণি শেষে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয় জাতীয়ভাবে।

 
Electronic Paper