ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সব বর্ষের শিক্ষার্থীদের জন্য হল খুলে দিল ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাবি প্রতিনিধি
🕐 ৩:২৯ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২১

সব বর্ষের শিক্ষার্থীদের জন্য হল খুলে দিল ঢাকা বিশ্ববিদ্যালয়

করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো শুধু স্নাতক চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তরের শিক্ষার্থীদের জন্য ৫ অক্টোবর থেকে খুলে দেওয়া হয়। আজ রোববার থেকে অন্য তিনটি (প্রথম, দ্বিতীয় ও তৃতীয়) বর্ষের জন্যও হলগুলো আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়েছে। 

তিনটি বর্ষের জন্য হল খুললেও ভিড় না হওয়ার পেছনে শিক্ষার্থীরা দুটি কারণের কথা বলছেন। একটি হলো শিক্ষার্থীদের বড় অংশ আগেই হলে উঠে গেছে। দ্বিতীয় কারণটি হলো ১৭ অক্টোবর থেকে সশরীর ক্লাস-পরীক্ষা শুরু হওয়ার কথা থাকায় এখনই ফিরছেন না কনিষ্ঠ শিক্ষার্থীরা। বিশেষ করে কক্ষ বরাদ্দ না থাকায় প্রথম বর্ষের সবার ও দ্বিতীয় বর্ষের অনেক শিক্ষার্থীকে গণরুমে থাকতে হবে। এই দুটি কারণে আজ শিক্ষার্থীদের ভিড় ছিল না বলেই মনে করছেন শিক্ষার্থীরা।

 

 
Electronic Paper