ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

টিকার অপেক্ষায় সাত কলেজ

দায়িত্ব নিচ্ছেন না কেউ, প্রথম ধাপে টিকা নিয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা

জ্যেষ্ঠ প্রতিবেদক
🕐 ১২:৩৩ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২১

টিকার অপেক্ষায় সাত কলেজ

করোনাভাইরাস থেকে রক্ষা পেতে শিক্ষার্থীদের টিকা দিতে তথ্য সংগ্রহ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজ প্রশাসন। তবে তথ্য পাঠানোর পর টিকা নিশ্চিতের সদুত্তর মেলেনি সরকারি কোনো দফতর থেকে। কলেজ অধ্যক্ষরা বলছেন, কাজ এগিয়ে রাখতেই শিক্ষার্থীদের এসব তথ্য সংগ্রহ করে রাখা হচ্ছে।

ইউজিসির নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের প্রতিষ্ঠানে ফেরাতে টিকা দিতে তথ্য সংগ্রহ করা হলেও সেখানে স্থান পায়নি সাত কলেজ। ইউজিসির সরবরাহ করা তালিকার ভিত্তিতে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ইতোমধ্যে প্রথম ধাপে টিকা নিয়েছেন। কিন্তু সাত কলেজের শিক্ষার্থীরা টিকা পাচ্ছেন না। এতে এক ধরনের টানাপড়েনের মধ্যে রয়েছে সাত কলেজ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিবেচনায় টিকা পাওয়ার বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘টিকাপ্রাপ্তির বিষয়টি সরকারের সিদ্ধান্ত এবং স্ব স্ব প্রতিষ্ঠানই ব্যবস্থা গ্রহণ করবে। যে যে প্রতিষ্ঠানের কাছে চাইবে তারাই তালিকা দেবে। ঢাবি শুধু তাদের আবাসিক শিক্ষার্থীদের জন্য ব্যবস্থা নেবে।’

তিনি আরও বলেন, ‘সরকারি কলেজ হওয়ায় তাদের (সাত কলেজ) বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে। এদিকে ইউজিসির সচিব ড. ফেরদৌস জামান বলেন, ইউজিসি শুধু বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সমন্বয় করবে। কলেজ পর্যায়ের কোনো প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবে না। এক্ষেত্রে অধিভুক্ত কলেজগুলোর বিষয়াদি স্ব স্ব বিশ্ববিদ্যালয়গুলো দেখবে।’

অন্যদিকে ১৮ বছরের ঊর্ধ্বে দেশের সকল নাগরিককে টিকাদানের বিষয়টি জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্বিঘœ রাখতে এবং অধিকাংশ নাগরিককে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসতে এখন থেকে ১৮ বছরের ঊর্ধ্বে দেশের সকল নাগরিককেই ভ্যাকসিন প্রদান করা হবে। ইতোমধ্যেই সরকারের আইসিটি বিভাগের আওতাধীন জাতীয় সুরক্ষা অ্যাপে ১৮ বছরের ঊর্ধ্বে সকল নাগরিক যেন নিবন্ধন করতে পারে সে ব্যাপারে একটি নির্দেশনাও দেওয়া হয়েছে।’

ঢাকা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ওমর ফারুক বলেন, ‘সাত কলেজে প্রায় ৩০ হাজার আবাসিক শিক্ষার্থী রয়েছে, যারা সরকারের সিদ্ধান্ত অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে করোনাভাইরাসের টিকা পাওয়ার কথা ছিল। যেখানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের আবাসিক শিক্ষার্থীরা টিকার রেজিস্ট্রেশন করে ইতোমধ্যেই টিকাগ্রহণ করছে, সেখানে আমাদের প্রশাসন এখন পর্যন্ত তথ্য সংগ্রহের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের দায়িত্ব নেবে না, শিক্ষা মন্ত্রণালয় নেবে না, ইউজিসি নেবে না তাহলে আমাদের টিকা নিশ্চিতের দায়িত্ব কার?’

এ বিষয়ে সাত কলেজের সমন্বয়ক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিমউল্লাহ খোন্দকার বলেন, ‘আমাদের আবাসিক শিক্ষার্থীদের তথ্য ইতোমধ্যেই সংগ্রহ করা হয়েছে। অনাবাসিক শিক্ষার্থীদের তথ্য সংগ্রহের বিষয়টিও প্রক্রিয়াধীন। যাচাই-বাছাই শেষে এগুলো সরকারের সংশ্লিষ্ট দফতরে প্রেরণ করার চেষ্টা করা হচ্ছে।’

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা টিকা পেলেও এখনো সাত কলেজের শিক্ষার্থীরা কেন টিকা পাচ্ছে না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা লক্ষ্য করেছি সরকারের যে অগ্রাধিকার তালিকায় ছিল সেটিতে সাত কলেজ শিক্ষার্থীদের নাম ছিল না। পরবর্তীতে বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করা হয়েছে।’

 
Electronic Paper