ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

জাতীয় বিশ্ববিদ্যালয়

শিক্ষার্থীদের জন্য টিকা রেজিস্ট্রেশন মেয়াদ বাড়ল সাত দিন

নিজস্ব প্রতিবেদক
🕐 ১১:৫৫ পূর্বাহ্ণ, জুলাই ১৩, ২০২১

শিক্ষার্থীদের জন্য টিকা রেজিস্ট্রেশন মেয়াদ বাড়ল সাত দিন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকার জন্য রেজিস্ট্রেশনের সময় আরও সাতদিন বাড়ল। গতকাল সোমবার ছিল রেজিস্ট্রেশনের শেষ দিন। বিকেল সাড়ে ৩টায় সময় বৃদ্ধির তথ্য খোলা কাগজকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়টির মানবসম্পদ উন্নয়ন ও শুদ্ধাচার দফতর এবং প্রশাসনের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) জয়ন্ত ভট্টাচার্য।

জানা গেছে, গত বৃহস্পতিবার টিকার জন্য রেজিস্ট্রেশনের অফিস আদেশ প্রকাশ করে জাতীয় বিশ্ববিদ্যালয়। গতকাল অনলাইনে রেজিস্ট্রেশনের শেষ দিন সার্ভার সকাল থেকেই ডাউন হয়ে যায়। ফলে রেজিস্ট্রেশনে ব্যর্থ হন হাজার হাজার শিক্ষার্থীরা।

এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে জয়ন্ত ভট্টাচার্য সাত দিন সময় বৃদ্ধি করা হচ্ছে উল্লেখ করে বলেন, ‘আমাদের প্রতিটি শিক্ষার্থীকে টিকা দিতে সার্বিক ব্যবস্থা আমরা নিয়েছি। কোনো শিক্ষার্থী যেন বাদ না পড়ে সে জন্যও আমরা কাজ করছি।’

শিক্ষার্থীদের উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়ে বলেন, ‘যাদের রেজিস্ট্রেশন কার্ড বা এনআইডি নেই তাদেরও টিকা দেওয়া হবে। তাদের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আমাদের উপাচার্য মহোদয়ের নির্দেশে ইতিমধ্যে চিঠি দিয়েছি।’

 

 
Electronic Paper