ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ঢাবিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু

নিজস্ব প্রতিবেদক
🕐 ৮:৪৭ অপরাহ্ণ, মার্চ ০৮, ২০২১

ঢাবিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ৩১ মার্চ মধ্য রাত পর্যন্ত আবেদন করা যাবে। সোমবার (৮ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কার্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদনের কার্যক্রম উদ্বোধন করেন উপাচার্য (ভিসি) মো. আখতারুজ্জামান৷

তিনি বলেন, ‘ঢাকা বিভাগের বাইরের শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের দুর্ভোগ লাঘবের উদ্দেশ্যে ভর্তি পরীক্ষা এবার ঢাকাসহ সকল বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। যেহেতু ঢাকার বাইরেও কেন্দ্র স্থাপন করা হচ্ছে, তাই খরচও হবে বেশি। তাই আবেদন ফি কিছুটা বেড়েছে।’

গত বছর আবেদন ফি ছিল ৪৫০ টাকা, এবার তা বাড়িয়ে ৬৫০ টাকা করা হয়েছে৷ রাষ্ট্রায়ত্ত সোনালী, অগ্রণী ও জনতা বা রূপালী ব্যাংকের যেকোনো শাখার পাশাপাশি যে কোনো মোবাইল পেমেন্ট সার্ভিস (বিকাশ, নগদ, রকেট ইত্যাদি), ডেবিট ও ক্রেডিট কার্ড ইত্যাদি ব্যবহার করে অনলাইনেই টাকা জমা দেওয়া যাবে। ১ এপ্রিল রাত ১২টা পর্যন্ত টাকা জমা দেওয়া যাবে।

পরীক্ষার কেন্দ্র

শিক্ষার্থীরা তাদের পছন্দমত ৮টি বিভাগীয় শহরের যেকোনো একটি পরীক্ষা কেন্দ্র হিসেবে নির্বাচন করতে পারবেন। এক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য তার সুবিধামত কেন্দ্র পছন্দ করার সুযোগ থাকছে। তবে আবেদনকারীকে নিজ বিভাগীয় শহরকে কেন্দ্র হিসেবে বেছে নেয়ার পরামর্শ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আবেদনের যোগ্যতা 

ভর্তিচ্ছু আবেদনকারীদের ন্যূনতম যোগ্যতা হিসেবে ‘ক’ ইউনিটের জন্য মাধ্যমিক/সমমান ও উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ’র যোগফল ন্যূনতম ৮.৫ (আলাদাভাবে জিপিএ ৩.৫),‘খ’ ইউনিটের জন্য জিপিএ’র যোগফল ন্যূনতম ৮.০ (আলাদাভাবে ৩.০), ‘গ’ ইউনিটের জন্য জিপিএ’র যোগফল ন্যূনতম ৮.০ (আলাদাভাবে ৩.৫), ‘ঘ’ ইউনিটের জন্য মানবিক শাখার ক্ষেত্রে জিপিএ’র যোগফল ন্যূনতম ৮.০ (আলাদাভাবে ৩.০) ও বিজ্ঞান শাখার ক্ষেত্রে জিপিএ’র যোগফল ন্যূনতম ৮.৫ (আলাদাভাবে ৩.৫) এবং ‘চ’ ইউনিটের জন্য জিপিএ’র যোগফল ন্যূনতম ৭.০ (আলাদাভাবে জিপিএ ৩.০) থাকতে হবে।

মানবণ্টন

এবারের ‘ক’, ‘খ’, ‘গ’ ও ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৬০ নম্বরের এমসিকিউ এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষার মাধ্যমে অনুষ্ঠিত হবে হবে। শুধুমাত্র ‘চ’ ইউনিটের পরীক্ষায় ৪০ নম্বরের এমসিকিউ এবং ৬০ নম্বরের অঙ্কন পরীক্ষা হবে। ‘ক’, ‘খ’, ‘গ’ ও ‘ঘ’ ইউনিটের এমসিকিউ পরীক্ষার জন্য ৪৫ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য ৪৫ মিনিট সময় পাবেন পরীক্ষার্থীরা। ‘চ’ ইউনিটের এমসিকিউ পরীক্ষার জন্য ৩০ মিনিট এবং অঙ্কন পরীক্ষার জন্য ৬০ মিনিট সময় পাবেন। মাধ্যমিক জিপিএ'র ওপর ১০ ও উচ্চমাধ্যমিক জিপিএ’র ওপর ১০ করে মোট ২০ নম্বর যোগ করে মেধা তালিকা তৈরি করা হবে।

আসন সংখ্যা

এবছর থেকে বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটে ‘আবহাওয়া বিজ্ঞান বিভাগে’ ১৫ জন নতুন শিক্ষার্থী ভর্তি করা হবে। পাঁচটি ইউনিটের অধীনে এবার মোট আসনসংখ্যা আগের ৭১১৮ থেকে বৃদ্ধি পেয়ে ৭১৩৩ হবে৷

এবার বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটে ১৮০৫, কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটে ২৩৭৮, ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটে ১২৫০, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটে ১৫৬০ এবং চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটে ১৩৫টি আসন রয়েছে ৷

 

 
Electronic Paper