ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কওমি শিক্ষায় নতুন পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক
🕐 ১১:২৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২১

কওমি শিক্ষায় নতুন পরিকল্পনা

কওমি শিক্ষার্থীদের নিয়ে নতুন পরিকল্পনা করছে সরকার। এ পরিকল্পনায় কওমি শিক্ষার্থীরা বহুবিদ দক্ষতা পাবেন। তাদের জন্য কর্মমুখী ও সাধারণ শিক্ষার পাশাপাশি উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের পথে হাঁটছে সরকার। প্রায় ১৭ লাখ শিক্ষার্থীর কারিগরিসহ কোর কারিকুলাম অনুযায়ী লেখাপড়ার সুযোগ দেওয়ার ব্যবস্থা থাকবে এই উদ্যোগে। কওমি মাদ্রাসার অনেকের সম্মতিও রয়েছে, বলছে সংশ্লিষ্ট সূত্র। তারা আলেমদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

কওমি মাদ্রাসা ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সর্বশেষ হিসাব অনুযায়ী দেশে মক্তব, ফোরকানিয়া ও কোরানিয়াসহ বিভিন্ন ধরনের মাদ্রাসার সংখ্যা ১৪ হাজার ৯৩১টি। এই মাদ্রাসাগুলোয় বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১৭ লাখ। তবে প্রতিদিনই পাড়া মহল্লায় শিক্ষাপ্রতিষ্ঠান বাড়ছে।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি গণমাধ্যমকে বলেছেন, ‘১৭ লাখ শিশু-কিশোরকে পেছনে ফেলে রেখে আমরা এগোতে চাই না। তারা তাদের নির্দিষ্ট পেশায় থাকলে সবার কর্মসংস্থান হবে না। তাই তাদের সঙ্গে নিয়েই আমরা এগিয়ে যেতে চাই।’ কর্মমুখী ও উচ্চশিক্ষার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা বর্তমানে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে কারিগরির বিস্তার করছি। কাজেই ওরাও আসবে। তবে এই পরিবর্তন তাড়াতাড়িই হবে না। ধৈর্য ধরতে হবে।’

এ বিষয়ে আল হাইআতুল উলইয়া লিল জামিআতিল কওমিয়্যাহর সদস্য ও শোলাকিয়া ঈদগাহের খতিব মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, ‘সরকারের এই উদ্যোগ ভালো। তবে কওমি আলেমদের সঙ্গে আলোচনা করে কীভাবে পদক্ষেপগুলো নেওয়া যায় তার ব্যবস্থা নিতে হবে। চাপিয়ে দিয়ে নয়, আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে। সরকারের উদ্দেশ্য ভালো তা বোঝানোর প্রয়োজন রয়েছে।’

 
Electronic Paper