সব ধরনের পরীক্ষা স্থগিত করল জাবি
নিজস্ব প্রতিবেদক ৫:০১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২১

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সব বিভাগ ও ইনস্টিটিউটে সব ধরনের পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মো. আবদুস সালাম মিঞা এতে স্বাক্ষর করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের সিদ্ধান্তে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশক্রমে সব বিভাগ ও ইনস্টিটিউটের সব ধরনের পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। উইকেন্ড ও সান্ধ্যকালীন সব কোর্সেও পরীক্ষা স্থগিত থাকবে।
প্রসঙ্গত আগামী ২৪ মে থেকে দেশের সকল বিশ্ববিদ্যালয়গুলোতে ক্লাস শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আর তার এক সপ্তাহ আগে আগামী ১৭ মে আবাসিক হলগুলো খুলে দেওয়া হবে বলেও জানান তিনি। গতকাল সোমবার দুপুরে এক অনলাইন প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান শিক্ষামন্ত্রী।