ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

চবিতে শিবির সন্দেহে শিক্ষার্থীকে পিটিয়েছে ছাত্রলীগ

চবি প্রতিনিধি
🕐 ৪:৩৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ০৪, ২০১৮

শিবির সন্দেহে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে বেধড়ক মারধর করেছে শাখা ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীরা।
মঙ্গলবার বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ঝুঁপড়ির সামনে তাকে মারধর করা হয় বলে জানা যায়।

মারধরের শিকার শিক্ষার্থীর নাম মোহাম্মদ শাহেদুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষাও গবেষণা ইনিস্টিটিউটের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এর আগেও শাহেদকে বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের একটি কক্ষে মাধরধর করে শাখা ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীরা। পরে পুলিশ তাকে উদ্ধার করে।
মঙ্গলবার বেলা ১২টার দিকে কলার ঝুঁপড়িতে সকালের নাস্তা করতে গেলে শাখা ছাত্রলীগের সিক্সটি নাইনের ১০ থেকে ১২ জন নেতা-কর্মীরা শাহেদকে আবারও মারধর করে। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ তাকে উদ্ধার করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে যায়।
চবি মেডিকেল সেন্টারের চীফ মেডিকেল অফিসার ডা. আবু তৈয়ব বলেন, আহত শিক্ষার্থীর মাথায় প্রচণ্ড আঘাত লেগেছে। তাই তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় সহকারী প্রক্টর লিটন মিত্র বলেন, শাহেদ নামের এক শিক্ষার্থীকে মারধরের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরে তাকে পুলিশের সহায়তায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে চবি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে জানতে চাইলে শাখা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি মনসুর আলম বলেন, শাহেদ নামের ছেলেটি শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত বলে আমাদের কাছে তথ্য প্রমাণ আছে।

 
Electronic Paper