ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

রাবি উপাচার্যসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহী প্রতিবেদক
🕐 ৭:৩৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২০

নিয়মবহির্ভূতভাবে পেনশন ও অন্যান্য পারিতোষিক আটকে রাখার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য ড. প্রফেসর আবদুস সোবহানসহ ছয়জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন রাবির সাবেক ভিসি প্রফেসর ড. মিজানউদ্দীনের স্ত্রী অধ্যাপিকা মোমেনা জীনাত।

 

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী যুগ্ম জেলা জজ আদালত-১ এর আদালতে মামলাটি দায়ের করা হয়। বিচারক জয়ন্তী রানী মামলাটি আমলে নিয়ে আগামী ১৯ অক্টোবর বিবাদীদের সশরীরে আদালতে হাজির হতে সমন জারি করেছেন।

মামলার অপর পাঁচ আসামি হলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুইজন রেজিস্ট্রার, রাবির কোষাধ্যক্ষ এবং রাবির শেখ রাসেল স্কুলের বর্তমান সভাপতি ও অধ্যক্ষ।

মামলার বিবরণে বলা হয়, মোমেনা জীনাত রাবি শেখ রাসেল স্কুলের অধ্যক্ষ ছিলেন। অবসর গ্রহণের পর নিয়মবহির্ভূতভাবে তার পেনশনের ৪৫ লাখ টাকা উদ্দেশ্যমূলকভাবে আটকে রেখেছেন বিবাদীরা। পাওনা টাকা না পেয়ে বাদী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

এ বিষয়ে রাবি উপাচার্যসহ সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বলেছেন, আদালতেই অভিযোগের জবাব দেওয়া হবে।

 
Electronic Paper