ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ঢাকা কলেজের আরেক শিক্ষক করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক
🕐 ৮:০০ অপরাহ্ণ, জুলাই ০৮, ২০২০

করোনায় আক্রান্ত হয়েছেন ঢাকা কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক রফিকুল আলম। বুধবার (৮ জুলাই) বিকেলে নিজের করোনাভাইরাসে আক্রান্তের খবর নিশ্চিত করেন তিনি।

সহযোগী অধ্যাপক রফিকুল আলম বলেন, ‘গত ১ জুলাই প্রথমে গলা ব্যথা দেখা দেয়। এরপর ৩ জুলাই থেকে শরীরে জ্বর দেখা দেয়। গলাব্যথা সেরে গেলেও জ্বর মাঝে মধ্যে চলে যায় আবার আসে। এমন অবস্থায় গতকাল অফিসার্স ক্লাবে করোনার নমুনা পরীক্ষা করাই। আজ দুপুরে মোবাইলে মেসেজের মাধ্যমে করোনা পজিটিভের কথা জানতে পারি।’

রাজধানীর নিউমার্কেটের কাঁচাবাজারে গিয়ে করোনায় আক্রান্ত হতে পারেন বলে ধারণা তার। বর্তমানে তিনি নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। শরীরে হালকা জ্বর, মাথাব্যথা ছাড়া শারীরিকভাবে সুস্থ রয়েছেন বলেও জানান তিনি। নিজের রোগমুক্তির জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

এর আগে গত ৩০ জুন নিজের করোনাভাইরাস পজিটিভের কথা নিশ্চিত করেছিলেন ঢাকা কলেজের মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোসা. আখতারা বানু।

 

 
Electronic Paper