ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বশেমুরবিপ্রবির বিদেশি শিক্ষার্থী করোনায় আক্রান্ত

বশেমুরবিপ্রবি প্রতিনিধি
🕐 ৫:৫৯ অপরাহ্ণ, জুন ২১, ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক নেপালি শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের লাইভস্টক সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগে পড়াশোনা করেন। তাকে আইসোলেশনে রাখা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. শাহজাহান বলেন, বর্তমানে ওই শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হলে আইসোলেশনে রাখা হয়েছে। গোপালগঞ্জ সিভিল সার্জনের নির্দেশনা অনুযায়ী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। তার চিকিৎসা চলছে।

এরই মধ্যে শনিবার (২০ জুন) বিশেষ ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে বাংলাদেশ ত্যাগ করেছেন বশেমুরবিপ্রবির ২৮ নেপালি শিক্ষার্থী। কিন্তু করোনায় আক্রান্ত হওয়ায় ওই শিক্ষার্থী নেপাল যেতে পারেননি।

বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হলের প্রভোস্ট মো. ফায়েকুজ্জামান মিয়া বলেন, নেপালি শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত হলেও এখন পর্যন্ত সুস্থ রয়েছেন। তার বড় ধরনের সমস্যা হবে না।

 
Electronic Paper