ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ভুল সংশোধন

রাবি থেকে বহিষ্কার হননি শিক্ষক কাজী জাহিদুর রহমান

নিজস্ব প্রতিবেদক
🕐 ৮:৫৬ পূর্বাহ্ণ, জুন ২০, ২০২০

প্রয়াত আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমকে নিয়ে ফেসুবকে ‘আপত্তিকর’ স্ট্যাটাসের অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক কাজী জাহিদুর রহমান বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার হননি।

গতকাল শুক্রবার দৈনিক খোলা কাগজে ‘নাসিমকে নিয়ে স্ট্যাটাস : এবার রাবি শিক্ষক গ্রেফতার’ শিরোনামে শেষ পৃষ্ঠায় ৫ নম্বর কলামে প্রকাশিত সংবাদে অসাবধানতাবশত ‘বিশ্ববিদ্যালয় থেকে তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে’ বলে ছাপা হয়।

প্রকৃতপক্ষে তাকে নড়াইল জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এই অনিচ্ছাকৃত ভুলের জন্য দৈনিক খোলা কাগজ দুঃখ প্রকাশ করছে।

নড়াইল জেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, কাজী জাহিদুর নড়াইল জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মোহাম্মদ নাসিমের নামে মিথ্যা ও বানোয়াট মন্তব্য করায় তাকে ওই পদ থেকে বহিষ্কার করা হয়।

 
Electronic Paper