ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

করোনায় আক্রান্ত রাবি শিক্ষক

রাবি প্রতিনিধি
🕐 ৮:৪৮ অপরাহ্ণ, জুন ০৫, ২০২০

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের একজন অধ্যাপক করোনায় আক্রান্ত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত ৩ জুন ওই অধ্যাপক ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসার জন্য যান। সেখানে নমুনা নেন ডাক্তাররা। পরে ৪ জুন রিপোর্ট পজিটিভ আসে। অধ্যাপক নিজেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ফোনে এ তথ্য জানিয়েছেন।

অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, এখন তিনি সুস্থ আছেন। উপসর্গ নেই। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সিভিল সার্জনের পরামর্শ মতো চিকিৎসা নিচ্ছেন তিনি।

এদিকে ঘটনাটি নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক এ এস এম নাজমুল হায়দার তার ফেসবুক পোস্টে লিখেছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকা পশ্চিমপাড়াকে অত্যন্ত সেইফ ভাবতাম। সেটাও আজ মিথ্যা হয়ে গেল। পশ্চিমপাড়ায় একজন শিক্ষক করোনা পজিটিভ। তার আশু রোগমুক্তি এবং সুস্থতা কামনা করি। আমরা কেউই মনে হচ্ছে আর নিরাপদ নই, কোথাও নিরাপদ নই।

যে যেখানেই থাকি অধিকতর সচেতন থাকি, নিরাপদ থাকার চেষ্টা করি। সৃষ্টিকর্তা সবাইকে রক্ষা করুন।

 
Electronic Paper