ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

করোনায় মারা গেলেন ফারইস্ট ইউনিভার্সিটির ভিসি

নিজস্ব প্রতিবেদক
🕐 ২:১০ অপরাহ্ণ, মে ০৭, ২০২০

ঢাকা বিশ্ববিদ্যালয় ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সাবেক অধ্যাপক ও ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. নাজমুল করিম চৌধুরী (৭০) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন।

বৃহস্পতিবার (৭ মে) ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক মো. আলাউদ্দিন আল আজাদ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, নাজমুল করিম গত ৫ মে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। এরপর করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিনগত রাত সাড়ে ১২টায় তিনি মারা যান।

 
Electronic Paper