ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

রাবি সাংবাদিকতা বিভাগের শিক্ষক রাসেল আর নেই

রাবি প্রতিনিধি
🕐 ২:২৮ অপরাহ্ণ, মে ০৫, ২০২০

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাহবুবুর রহমান রাসেল (৩৬) আর নেই (ইন্নালিল্লাহি...রাজিউন)। সোমবার (৪ মে) দিনগত রাত ৩টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মাহবুবুর রহমান রাসেল গত ২১ সেপ্টেম্বর মস্তিষ্কে রক্তক্ষরণে গুরুতর অসুস্থ হন। এরপর তিনি দীর্ঘদিন ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কয়েক মাস আগে তাকে ভারতে চিকিৎসা শেষে দেশে আনা হয়।

সোমবার রাতে তিনি আবারো গুরুতর অসুস্থ হয়ে পড়লে ঢাকায় বোনের বাসা থেকে তাকে বিএসএমএমইউ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা সংকটাপন্ন থাকায় সেখান থেকে তাকে আরেকটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিলো। পথেই তার মৃত্যু হয়।

ড. রাসেলের মৃত্যুতে রাবির সাংবাদিকতা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বিভাগের শিক্ষকরা জানিয়েছেন, ড. রাসেলের দেশের বাড়ি নোয়াখালী। ঢাকা থেকে মরদেহ সেখানেই নিয়ে যাওয়া হচ্ছে। পারিবারিক জীবনে একটি শিশুকন্যার বাবা রাবি শিক্ষক রাসেল। তার স্ত্রীও বর্তমানে রাজশাহী

 
Electronic Paper