ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

যবিপ্রবি ল্যাবে আরও ১১ করোনা রোগী শনাক্ত

যবিপ্রবি প্রতিনিধি
🕐 ১০:৫১ পূর্বাহ্ণ, এপ্রিল ২৭, ২০২০

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জীনোম সেন্টারে আরও ১১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকালে জীনোম সেন্টার সূত্রে এ তথ্য জানা গেছে।

আক্রান্তদের মধ্যে যশোরে চারজন, ঝিনাইদহে চারজন ও নড়াইলে তিনজন রোগী রয়েছেন। এ নিয়ে শুধুমাত্র যশোর জেলাতেই ১০ চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ জনে।

যবিপ্রবির অনুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও জীনোম সেন্টারের সহকারী পরিচালক অধ্যাপক ইকবাল কবীর জাহিদ বলেন, ল্যাবে সর্বশেষ যশোরের আটটি, ঝিনাইদহের ৩৯টি, নড়াইলের ২০টি, মাগুরার ১১টি মিলে মোট ৭৮টি নমুনার পরীক্ষা করা হয়। যার মধ্যে ১১টিতে করোনা পজিটিভ পাওয়া গেছে।

 
Electronic Paper