ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

করোনা মোকাবিলায় ছুটি বাড়ালো ইবি

ইবি প্রতিনিধি
🕐 ৯:৫৭ পূর্বাহ্ণ, মার্চ ৩০, ২০২০

করোনাভাইরাস মোকাবিলায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছুটি বাড়ানো হয়েছে। ছুটি অনুযায়ী, আগামী ৯ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। সোমবার (৩০ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ।

তিনি বলেন, ‘করোনা সচেতনতায় প্রথম দফায় ৩১ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়। কিন্তু সম্প্রতি সরকারি ঘোষণা অনুযায়ী তা বর্ধিত করে আগামী ৯ এপ্রিল পর্যন্ত করা হয়েছে। ছুটিতে সব একাডেমিক-প্রশাসনিক কার্যক্রম ও আবাসিক হলগুলো বন্ধ থাকবে।

উল্লেখ্য, ছুটিতে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে সব চিকিৎসাসেবা চালু রয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিয়োজিত নিরাপত্তাকর্মীদের যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক স্ব স্ব দায়িত্ব পালনের নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া করোনা সংক্রান্ত যেকোনো জরুরি প্রয়োজনে ‘ইবি করোনা প্রতিরোধ সেলে’ যোগাযোগ করতে বলা হয়েছে।

 
Electronic Paper