ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

গবিতে নারী দিবসের আলোচনা সভা

গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
🕐 ৩:৪৬ অপরাহ্ণ, মার্চ ০৮, ২০২০

‘প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তার্জাতিক নারী দিবস উপলক্ষে গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (০৮ মার্চ) সকালে গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে  গণবিশ্ববিদ্যালয় অভিমুখে 'নারী বান্ধব কর্মসংস্থান সৃষ্টি করি' এ স্লোগানে র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৪১৭ নং কক্ষে আলোচনা সভা শরু হয়।

গণস্বাস্থ্য কেন্দ্রের মানবসম্পদ ও গণ যোগাযোগ বিভাগের পরিচালক আকলিমা খাতুনের সঞ্চালনায় সভায় বক্তারা নারীর অধিকার, ক্ষমতায়ন ও সমতার উপর আলোকপাত করে বক্তব্য রাখেন।

এ সময়গণ বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার মোঃ দেলোয়ার হোসেন, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক মনসুর মুসা, ভৌত ও গাণিতিক বিজ্ঞান অনুষদের ডীন ড.হাসিন অনুপমা আজহারী, গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রলিফ ও গণস্বাস্থ্য কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন ।  

 
Electronic Paper