ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ইবিতে র‌্যাগিং বিরোধী কমিটি গঠন

ইবি প্রতিনিধি
🕐 ৭:৪২ অপরাহ্ণ, মার্চ ০৬, ২০২০

ক্যাম্পাসে সব ধরনের র‌্যাগিং বন্ধে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) র‌্যাগিং বিরোধী কমিটি গঠন করা হয়েছে। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী এ কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ।

তিনি জানান, র‌্যাগিংয়ে জড়িতদের শাস্তির ব্যবস্থা ও বিশ্ববিদ্যালয়ে সব ধরনের র‌্যাগিং বন্ধে এ কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. সাইদুর রহমানকে আহ্বায়ক ও প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণকে সদস্য সচিব করা হয়েছে।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হলের প্রাধ্যক্ষ ও সকল বিভাগের প্রাক্তন জৈষ্ঠ সভাপতিদের র‌্যাগিং বিরোধী কমিটির সদস্য করা হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী বলেন, এ কমিটির মাধ্যমে ক্যাম্পাসকে সম্পূর্ণ র‌্যাগিং মুক্ত হিসেবে গড়ে তোলা হবে। ইসলামী বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিংয়ের কোনো জায়গা নেই।

 
Electronic Paper