ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সিকৃবিতে শিক্ষক সমিতি নির্বাচন সম্পন্ন

সিকৃবি প্রতিনিধি
🕐 ৫:০৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২০

গত সোমবার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে ১২৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন গণতান্ত্রিক শিক্ষক পরিষদের প্রার্থী ড. মৃত্যুঞ্জয় কুন্ডু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ড. মো. মাসুদুর রহমান পেয়েছেন ৪০ ভোট।

সাধারণ সম্পাদক পদে ৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সাদা দলের প্রার্থী ড. মো. মুক্তার হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ড. মো. মনিরুল ইসলাম পেয়েছেন ৭৮ ভোট।

এছাড়া সহ-সভাপতি পদে ১৩০ ভোট পেয়ে ড. সানজিদা পারভীন, কোষাধ্যক্ষ পদে ১২৫ ভোট পেয়ে ড. মো. মোস্তফা সামছুজ্জামান, যুগ্ম সম্পাদক পদে ১২৬ ভোট পেয়ে মো. শহীদুল্লাহ কায়সার, সদস্য পদে ১৩৭ ভোট পেয়ে ড. মো. নূর হোসেন মিয়া প্রথম, ১৩৩ ভোট পেয়ে মাহমুদুল হাসান দ্বিতীয়, ১৩০ ভোট পেয়ে ড. মো. তরিকুল আলম তৃতীয়, ১২৭ ভোট পেয়ে ড. এ এফ এম সাইফুল ইসলাম চতুর্থ, ১১৬ ভোট পেয়ে ড. জীবন কৃষ্ণ সাহা পঞ্চম ও ৮৯ ভোট পেয়ে ডা. মো. জামাল উদ্দিন ভূঁইয়া ষষ্ঠ নির্বাচিত হয়েছেন।

সোমবার বেলা ২ ঘটিকা থেকে বিকাল ৫ ঘটিকা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ভোট গ্রহণ চলে। এরপর রাত ৮ ঘটিকায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ড. স্নেহাংশু শেখর চন্দ এবং নির্বাচন কমিশনার হিসেবে ড. মো. নাজমুল হক ও ড. মোহাম্মদ আবু জাফর বেপারী দায়িত্ব পালন করেন। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের শুভেচ্ছা বক্তব্য শেষে নির্বাচন সমাপ্ত ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার।

 
Electronic Paper