ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা

পপেল চন্দ্র সাহা
🕐 ৩:০৫ অপরাহ্ণ, জানুয়ারি ০২, ২০২০

প্রথমপত্র
অনুধাবনমূলক প্রশ্নোত্তর
প্রশ্ন : কোন দলিলকে সমবায়ের গঠনতন্ত্র বলে? ধারণা দাও।

উত্তর : সমবায়ের উপবিধিকে সমবায়ের গঠনতন্ত্র বলে।

যে দলিলে সমবায় সমিতির অভ্যন্তরীণ ও বাহ্যিক কার্যক্রম পরিচালনা ও নিয়ন্ত্রণ সংক্রান্ত নিয়ম-নীতি লেখা থাকে তাকে সমবায় সমিতির উপবিধি বলে। এর ওপর ভিত্তি করে সমবায় সমিতি গঠিত ও পরিচালিত হয় বিধায় একে সমবায় সমিতির গঠনতন্ত্রও বলা হয়।

প্রশ্ন : সমবায় সমিতি অন্য ব্যবসায় থেকে ভিন্নতর কেন?
উত্তর : পারস্পরিক অর্থনৈতিক কল্যাণের জন্য সমশ্রেণির সমমনা কতিপয় মানুষ সমবায় আইনের আওতায় যে প্রতিষ্ঠান গঠন ও পরিচালনা করে তাকে সমবায় সমিতি বলে।
সমবায় স্বল্পবিত্তসম্পন্ন মানুষের সংগঠন। এর উদ্দেশ্য হলো সদস্যদের আর্থিক কল্যাণ নিশ্চিত করা। একতাই বলÑ এরূপ সংগঠনের মূলমন্ত্র। এরূপ ব্যবসায়ের সফলতা অর্জনে কতিপয় আদর্শ বা মূলনীতি অনুসরণ করতে হয়। যার কোনোটিই একমালিকানা, অংশীদারি বা যৌথমূলধনী ব্যবসায়ের সঙ্গে মিলে না। তাই সমবায় সমিতি অন্য ব্যবসায় থেকে ভিন্নতর।

প্রশ্ন : সমবায়ে গণতন্ত্রের নীতি কী?
উত্তর : কারও মতামতের বিশেষ প্রাধান্য নয় সংখ্যাগরিষ্ঠের মতামত অনুযায়ী কমিটি গঠন ও সিদ্ধান্ত গ্রহণের নীতিকেই সমবায়ে গণতন্ত্রের নীতি বলে।

প্রশ্ন : একতাই বল- কোন সংগঠনের মূলমন্ত্র?
উত্তর : সমবায় সংগঠন।

প্রশ্ন : ঋণদান সমবায় সমিতিতে মুনাফার কত অংশ কু-ঋণ সঞ্চিতি হিসেবে সংরক্ষণ করতে হয়?
উত্তর : সর্বোচ্চ ৫০ শতাংশ।

প্রশ্ন : বহুমুখী সমবায় সমিতি কাকে বলে?
উত্তর : ক্রয়, বিক্রয়, ঋণসহ বিভিন্ন সুবিধা প্রাপ্তির লক্ষ্যে সমবায় সমিতি গঠন করা হলে তাকে বহুমুখী সমবায় সমিতি বলে।

পপেল চন্দ্র সাহা
সহকারী অধ্যাপক
আবদুল কাদির মোল্লা সিটি কলেজ, নরসিংদী।

 
Electronic Paper