ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ঢাবির সার্টিফিকেট তুলতে অনলাইন সুবিধা

নিজস্ব প্রতিবেদক
🕐 ৯:২২ অপরাহ্ণ, ডিসেম্বর ০২, ২০১৯

এখন থেকে সার্টিফিকেট তুলতে অনলাইন সুবিধা ভোগ করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। ঢাবির আইসিটি সেল ও ডাকসুর তথ্য প্রযুক্তি সম্পাদকের উদ্যোগে এ সুবিধা চালু করা হয়।

আজ সোমবার থেকে ঢাবি শিক্ষার্থীরা তাদের সনদপত্র উত্তোলনের জন্য অনলাইনে আবেদন শুরু করেন। এতে করে সার্টিফিকেট তুলতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিল্ডিংয়ের বিভিন্ন ‘বিড়ম্বনা’ থেকে মুক্তি মিলবে বলে জানান শিক্ষার্থীরা। তবে সার্টিফিকেট উত্তোলনের অনলাইন সুবিধা অধিভুক্ত কোনো কলেজের ক্ষেত্রে প্রযোজ্য হবে না বলেও জানান সংশ্লিষ্টরা।

শিক্ষার্থীরা এখন থেকে সনদপত্র ও নম্বরপত্র উত্তোলনের আবেদন অনলাইনের মাধ্যমে করতে পারবেন। service.du.ac.bd/home থেকে এ সেবা পাওয়া যাচ্ছে। পর্যায়ক্রমে আরও বিভিন্ন সেবা এ তালিকায় যুক্ত হবে বলে জানা যায়।

অনলাইনে সার্টিফিকেট উত্তোলনের বিষয়ে ডাকসুর তথ্য প্রযুক্তি সম্পাদক আরিফ ইবনে আলী বলেন, আগে সার্টিফিকেট তুলতে গেলে শিক্ষার্থীরা রেজিস্ট্রার বিল্ডিংয়ে গিয়ে নানা বিড়ম্বনার শিকার হতো।

 
Electronic Paper