ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

জবি শিক্ষার্থীদের উপর বহিরাগতদের হামলা, আহত ৩

জবি প্রতিনিধি
🕐 ৯:২৬ পূর্বাহ্ণ, জুলাই ১৫, ২০১৮

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থীদের উপর স্থানীয় বহিরাগতদের হামলার ঘটনা ঘটেছে। শনিবার রাতে শাঁখারী বাজার প্রবেশমুখে এ হামলায় ৩ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়।

জানা যায়, শনিবার রাত ৯টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংলগ্ন শাঁখারীবাজার সড়কের প্রবেশ মুখে বহিরাগত কিছু ছেলে মদ্যপ অবস্থায় জোরে হর্ণ বাজিয়ে বাইকে করে শোডাউন দিচ্ছিলেন। একসময় তারা এসে একটি বাইকের পেছন থেকে ধাক্কা দেয়। এসময় পাশে রাস্তায় দাঁড়িয়ে থাকা জবি শিক্ষার্থী তৌফিক, কামরুল ও মারুফ এই ঘটনার প্রতিবাদ করে। প্রতিবাদ করার কিছুক্ষণ পর বহিরাগতরা আরো দলবল নিয়ে এসে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ওই শিক্ষার্থীদের উপর হামলা চালায়। এতে করে তৌফিক, কামরুল ও মারুফ নামের ৩ শিক্ষার্থী গুরুতর আহত হয়। আহত অবস্থায় শিক্ষার্থীদের মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে জবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদীন রাসেল বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর হামলা দুঃখজনক। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলে এবিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

 

 
Electronic Paper