ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বিশেষভাবে কৃতজ্ঞ ছাত্রলীগের কাছে

আমার জন্য এটা অত্যন্ত আনন্দের একটি দিন

অধ্যাপক ফারজানা ইসলাম

নিজস্ব প্রতিবেদক
🕐 ১০:৫৩ অপরাহ্ণ, নভেম্বর ০৫, ২০১৯

আন্দোলনকারী শিক্ষার্থীদের হাত থেকে অবরুদ্ধ দশা থেকে মুক্ত করায় ছাত্রলীগ কর্মীদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভিসি ফারজানা ইসলাম। তিনি বলেন, ‘ছাত্রলীগ নেতাকর্মীরা আমার পাশে এসে এসে দাঁড়িয়েছে। আমার জন্য এটা অত্যন্ত আনন্দের একটি দিন। কারণ মিথ্যা অভিযোগের ভিত্তিতে যারপরনাই আমাকে অপদস্থ করা হয়েছে, হচ্ছে। কিন্তু কোনো প্রমাণ ছাড়াই। যদি প্রমাণ পায় তাহলে যা বিচার হবে আমি মেনে নেব।’

মঙ্গলবার ছাত্রলীগ কর্মীরা বাসভবন থেকে তাকে বের করে আনার পর এক প্রতিক্রিয়ায় ভিসি ফারজানা এ কথা বলেন।

এ সময় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি কৃতজ্ঞ আমার সহকর্মীদের কাছে, আমি কৃতজ্ঞ আমার কর্মকর্তা-কর্মচারীদের কাছে। আমি কৃতজ্ঞ সব ছাত্রছাত্রীর কাছে, বিশেষ করে ছাত্রলীগের কাছে। তারা দায়িত্ব নিয়ে কাজটি (অবরুদ্ধ দশা থেকে মুক্তি) করেছে।’

আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার বিষয়ে এক প্রশ্নের উত্তরে ভিসি বলেন, এটি গণঅভ্যুত্থান, আমি বলেছি। আমার কোনো নির্দেশে তারা (ছাত্রলীগ) করেনি। হামলা সেখানে হয়েছে, হামলা এখানেও হতে পারে। যদি হামলা হয়ে থাকে, সেটি প্রক্টর দেখবে।

তিনি আরও বলেন, ওদের মধ্যে যা হওয়ার হয়েছে, এটাকে আমি হামলা বলব না। তাহলে আমার বাড়িতে আমাকে আটকে রেখে, আমার বাড়িতে অন্যান্য সদস্য আছে, শিশু আছে দুবছরের। আমাদের যে হামলা করা হচ্ছে, গালিগালাজ করা হচ্ছে, বাইরে যেতে পারছি না। এটি হামলা নয়? শুধু শারীরিক ধাক্কাধাক্কি কী হামলা হলো নাকি, তারা যে বলছে হামলা করেছে। আমি বলব-আমি মর্মাহত।

ছাত্রলীগের কাছে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো বিষয়ে ফারজানা ইসলাম বলেন, ‘ছাত্র হিসেবে ওরা (ছাত্রলীগ) এতদিন ধরে ধৈর্য রেখেছে। ওরা কিন্তু তখন মাঠে নামেনি। কিন্তু শিবির যখন এর (আন্দোলন) সঙ্গে জড়িত হয়ে গেছে, তখন প্রতিবাদ করাকে আমি মনে করি, তারা যথাযথ ভূমিকা পালন করেছে।’

 
Electronic Paper