ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বেরোবির ভর্তি পরীক্ষা ১০ নভেম্বর শুরু

প্রতি আসনে লড়বে ৬০ জন

বেরোবি প্রতিনিধি
🕐 ৬:০৪ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০১৯

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বেন ৬০ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। আগামী ১০ নভেম্বর থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে ১৪ নভেম্বর পর্যন্ত।

এবার ৬টি অনুষদের অধীনে ২১টি বিভাগে মোট ১ হাজার ৩১৫টি আসনের বিপরীতে আবেদনপত্র জমা পড়েছে ৭৭ হাজার ৭২৪টি। সে হিসেবে প্রতি আসনের জন্য লড়ছেন ৬০ জন শিক্ষার্থী।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ তথ্য ও প্রকাশনা দফতরের কর্মকর্তা আরিফুল ইসলাম।

তিনি জানান, ‘এ’ ইউনিটে (কলা অনুষদ) আবেদন করেছে ২০ হাজার ৭৯২ জন, ‘বি’ ইউনিটে (সামাজিক বিজ্ঞান অনুষদ) ২৩ হাজার ৯২ জন, ‘সি’ ইউনিটে (বাণিজ্য অনুষদ) ৯ হাজার ৮৭৫ জন, ‘ ডি’ ইউনিটে (বিজ্ঞান অনুষদ) ৮ হাজার ৮৬০ জন, ‘ই’ ইউনিটে (প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ) ৬ হাজার ৯১৫ জন এবং ‘এফ’ ইউনিটে (জীব ও ভূ বিজ্ঞান অনুষদ) আবেদন করেছে ৮ হাজার ১৯০ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (brur.ac.bd) এ পাওয়া যাবে।

 
Electronic Paper