ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বেরোবির এআইএস বিভাগে ফল উৎসব

বেরোবি প্রতিনিধি
🕐 ১১:০৪ অপরাহ্ণ, জুলাই ১০, ২০১৮

‘দেশি ফল খাই, বেশি বল পাই’-এ স্লোগানকে সামনে রেখে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠিত হলো ‘ফল উৎসব ২০১৮’।

মঙ্গলবার এ উৎসবের উদ্বোধন করেন বিভাগীয়প্রধান মো. শাহীনুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন- বিভাগের সহযোগী অধ্যাপক মো. আমির শরীফ ও সহকারী অধ্যাপক উমর ফারুক। ফল উৎসবের আয়োজকরা আশা করেন, বাজারে বিষমুক্ত ফল সরবরাহের দিকে সরকার আরও বেশি দায়িত্বশীল হবে এবং দেশি ফলের উৎপাদন এবং বাজার প্রসারিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করবে। উৎসবে বিভাগের পঞ্চম থেকে দশম ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ সময় বিভাগীয়প্রধান ঘোষণা দেন আগামীতে প্রতিবছর বিভাগে নিয়মিতভাবে ফল উৎসব আয়োজিত হবে।

 
Electronic Paper