ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বার কাউন্সিল

বিপাকে হাজারো শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক
🕐 ৯:২০ অপরাহ্ণ, অক্টোবর ০৭, ২০১৯

নিয়ম অমান্য করে কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন বিভাগে অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করেছে। ফলে অতিরিক্ত শিক্ষার্থীরা বার কাউন্সিলে রেজিস্ট্রেশন করতে পারছেন না। এতে বিপাকে পড়েছেন ও বিশ্ববিদ্যালয়ের দেড় হাজারের মতো শিক্ষার্থী। তাদের ভবিষ্যৎও অনিশ্চিত হয়ে দাঁড়িয়েছে।

সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন ওই শিক্ষার্থীরা।

ভুক্তভোগী শিক্ষার্থীরা বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে হাইকোর্টের রায় অমান্য করে ও ইউজিসির বেধে দেওয়া নির্দিষ্ট আসনের বেশি শিক্ষার্থী ভর্তি করা হয়েছে।

এখন এসব শিক্ষার্থী বার কাউন্সিলে রেজিস্ট্রেশন এবং ফরম পূরণ করতে পারছেন না। এ কারণে আজ নিয়মিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীরা ভুক্তভোগী। যাদের ক্যারিয়ার ধ্বংস হয়ে যাচ্ছে।

 
Electronic Paper