ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

জবিতে মাদকের আখড়া, রাতে ক্যাম্পাসে নিষেধাজ্ঞা

জবি প্রতিনিধি
🕐 ১০:১৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০১৯

রাত সাড়ে ১০টার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে অবস্থানের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

উপাচর্যের নির্দেশক্রমে রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়-কিছুদিন যাবৎ লক্ষ করা যাচ্ছে, ক্যাম্পাসে রাতের বেলা অনাকাক্সিক্ষত ঘটনা সংঘটিত হচ্ছে। তাই নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাত সাড়ে ১০টার পর ছাত্রছাত্রীদের অবস্থান না করার নির্দেশ প্রদান করা হলো।

বিজ্ঞপ্তি প্রসঙ্গে প্রক্টর ড. মোস্তফা কামাল খোলা কাগজকে বলেন, যেহেতু আমাদের হল নেই, অনাবাসিক প্রতিষ্ঠান তাই রাতে বাইরে না থেকে শিক্ষার্থীদের বাসায় চলে যাওয়া ভালো। তাই প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে। ১০.৩০-এর পর বহিরাগত কাউকে পাওয়া গেলে তার বিরদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে রেজিস্ট্রারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

 
Electronic Paper