ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বেহাল ঢাকা কলেজের ছাত্রাবাস

শাকিল মিয়া, ঢাকা কলেজ
🕐 ৩:২৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ০৭, ২০১৯

নানা সমস্যায় জর্জরিত রাজধানীর ঐতিহ্যবাহী ঢাকা কলেজ। কলেজটিতে আটটি ছাত্রাবাস রয়েছে। এ আটটি ছাত্রাবাসে প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী থাকেন। যা আসনের চেয়ে তিনগুণ বেশি। আটটি ছাত্রাবাসের মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ আখতারুজ্জামান ইলিয়াস ছাত্রাবাসটি। ছাত্রাবাসটিতে দেখা যায়, কোথাও বৃষ্টির পানি জমে রয়েছে। কোথাও বা পলেস্তারা খসে পড়ছে। আর ছাত্রাবাসের পাশেই জমেছে ময়লার স্তূপ।

শিক্ষার্থীরা বলেন, ছাত্রাবাসের পাশেই ময়লার স্তূপ থাকায় ডেঙ্গু আতঙ্কে থাকতে হচ্ছে। তাছাড়া পলেস্তারা খসে পড়া, দেয়ালে ফাটল ধরা ঝুঁকিপূর্ণ ভবন আমাদের ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। এটার জন্য প্রশাসনের এগিয়ে আসা উচিত। এ বিষয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ প্রফেসর নেহাল আহমেদ বলেন, আমরা এ ছাত্রাবাসকে শিক্ষার্থীদের বসবাসের উপযোগী করতে মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছি। কিন্তু এখন পর্যন্ত কোনো সাড়া পাইনি।

উল্লেখ্য, ২০১৬ সালের এক প্রতিবেদন করার সময় জানা যায়, আখতারুজ্জামান ইলিয়াস ছাত্রাবাসটি ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রকৌশলীরা পরিত্যক্ত করার সুপারিশ করেন। কিন্তু কিছুই করা হয়নি। ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যেই হলটিকে শিক্ষার্থীরা বাস করে আসছেন। দেশে প্রথম প্রতিষ্ঠিত কলেজ ঢাকা কলেজ। ১৮৪১ সালে প্রতিষ্ঠিত কলেজটির যেমন রয়েছে সুদীর্ঘ ইতিহাস, তেমনি রয়েছে জাতীয় ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান।

‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটি রচিত হয়েছে এ কলেজেরই ছাত্রাবাসের কোন এক কক্ষে। প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান, মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মামুন আবদুল গাইয়ুম, হুমায়ূন আহমেদ, সাড়া জাগানো বিজ্ঞানী জাহিদ হাসানসহ অসংখ্য বিখ্যাত ব্যক্তি এ কলেজেরই ছাত্র ছিলেন। বর্তমানে উচ্চমাধ্যমিক ও অনার্স মিলিয়ে প্রতিষ্ঠানটির শিক্ষার্থী সংখ্যা প্রায় ২৫ হাজার।

 
Electronic Paper