ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ইউজিসির নীতিমালা বাতিল দাবি

খুবি প্রতিনিধি
🕐 ৮:৪৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ০৪, ২০১৯

ইউজিসির অভিন্ন নীতিমালা বাতিলের দাবিতে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয় স্বাধীনতা শিক্ষক পরিষদের উদ্যোগে হাদী চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিক্ষকদের দাবি, ইউজিসির এ অসামঞ্জস্যপূর্ণ ‘অভিন্ন শিক্ষক নিয়োগ নীতিমালা’ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর চাপিয়ে দেওয়া এক ধরণের ষড়যন্ত্র।

মানববন্ধনে স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি প্রফেসর ড. মো. ওয়ালিউল হাসানাত উদ্বেগ জানিয়ে বলেন, ‘ইউজিসির অসামঞ্জস্যপূর্ণ অভিন্ন নীতিমালা কোনো মহলের গভীর ষড়যন্ত্র হতে পারে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিক্ষকদের যথাযথ মর্যাদা দিয়েছিলেন। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য যে নীতিমালা প্রণীত হয়েছে বলে গণমাধ্যমের মাধ্যমে জানা যাচ্ছে, তা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি বা শিক্ষকদের সুপারিশ গ্রহণ করা হয়নি।

 
Electronic Paper