ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ডেঙ্গু এখন নাগরিক সমস্যা, জবিতে মহিবুল হাসান চৌধুরী

জবি প্রতিনিধি
🕐 ৫:১৭ অপরাহ্ণ, আগস্ট ০৭, ২০১৯

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, ডেঙ্গু একটি নাগরিক সমস্যা। এ সমস্যা দূর করার জন্য আমাদের বিশেষজ্ঞ কৃষিবিদ, কীটতত্ত্ববিদ এবং বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপকরা আছেন। তাদের সাহায্য ও সহযোগিতা ছাড়া এ সমস্যা সমাধান করা যাবে না। দেশে যে কীটপতঙ্গ রয়েছে, এদের মধ্যে উপকারী কীটদের সংরক্ষণ এবং অপকারী কীটপতঙ্গ ধ্বংস করতে হবে।

গতকাল (৬ আগস্ট) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভাষা শহীদ রফিক ভবনে ডেঙ্গুবিষয়ক সচেতনতা সৃষ্টি ও মশক নিধন কর্মসূচির অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

নওফেল বলেন, এ সংকট নিরসনে নিজ পরিসর থেকে যদি ব্যবস্থা গ্রহণ করি, তাহলে আমাদের চারপাশ এডিস মশামুক্ত হবে। এজন্য প্রতিদিন হলেও আমরা একটি করে কাজ করব। কৃষি গবেষণায় আমরা অনেক দূর এগিয়েছি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, কীটতত্ত্ববিদদের সহযোগিতা ছাড়া এ সমস্যা সমাধান হবে না। আমাদের পারিপার্শ্বিক জায়গাগুলো পরিষ্কার-পরিছন্ন রাখলে এ সমস্যা থেকে রক্ষা পাব।

 
Electronic Paper