ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি মেলা শুরু

নিজস্ব প্রতিবেদক
🕐 ৭:২৮ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০১৯

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে সাত দিন ব্যাপী ভর্তি মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুলাই) বিশ্ববিদ্যালয়টির প্রধান কার্যালয় ধানমন্ডিতে ফিতা কেটে ভর্তি মেলার উদ্বোধন করা হয়।

ভর্তি মেলা উদ্বোধন করেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান ফাতিনাজ ফিরোজ। এ সময় আরও উপস্থিত ছিলেন- বোর্ড অব ট্রাস্টির সদস্য এস এম ইলিয়াস ও রুমানা হক রিতা এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মাদ আলী নকীসহ উপ-উপাচার্য এমিরেটাস অধ্যাপক, রেজিস্ট্রার, প্রক্টর, বিভিন্ন বিভাগের প্রধানগণ।

ভর্তি মেলার প্রথম দিনেই ছিল ভর্তিচ্ছু শিক্ষার্থীদের উপচে পড়া ভিড়। এদিন সকাল থেকেই অভিভাবকসহ শিক্ষার্থীরা আসতে থাকেন। মেলায় অবস্থিত বিভিন্ন ডিপার্টমেন্টের বুথ থেকে তথ্য নেন তারা।

উল্লেখ্য, মেলা চলবে আগামী বুধবার (৩১ জুলাই) পর্যন্ত এবং শুক্রবারও চলবে এই মেলা। মেলায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য রয়েছে ১০০ শতাংশ পর্যন্ত টিউশন ফি ওয়েভার সুবিধা।

 
Electronic Paper