ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

যৌন নিপিড়নের বিরুদ্ধে স্টামফোর্ড ইয়েসের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
🕐 ৪:১৮ অপরাহ্ণ, জুলাই ২২, ২০১৯

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের স্টামফোর্ড ইয়েস গ্রুপের আয়োজনে যৌন নিপিড়নের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।নারী ও শিশুদের প্রতি ঘটে যাওয়া হিংস্র আচরণের বিরুদ্ধে সোচ্চার করতেই সোমবার সকাল ১১ টার সময় বিশ্ববিদ্যালয়ের ধানমন্ডি ক্যাম্পাসে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

ছাত্র-ছাত্রীরা বিভিন্ন প্লেকার্ড হাতে নিয়ে ধর্ষনের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। মানববন্ধনে বক্তারা ধর্ষনের পিছনে মাদকাসক্তি, মানসিক বিকৃতি কে দায়ী করছেন। মানববন্ধনে ধর্ষকদের মৃত্যুদন্ড দেয়ার দাবি জানানো হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য ইলিয়াস মিরন, রেজিস্ট্রার আব্দুল মতিন, প্রক্টর এ.এম.এম আরিফুর রহমান, আইন বিভাগের চেয়ারম্যান ড. সেলিনা আক্তার,অর্থনিতি বিভাগের চেয়ারম্যান ড. হাবিবুর রহমান, সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক তপন মাহমুদ লিমন সহ অন্যান্য বিভাগের শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ।

এছাড়া ইয়েস গ্রুপের এডভাইজার মহসিনুল করিম, টিআইবি‘র ডেপুটি প্রোগাম ম্যানেজার জাফর সাদিক, স্টামফোর্ড ইয়েসের এর গ্রুপ লিডার দেলোয়ার হোসেন,সাবেক গ্রুপ লিডার রাখিল খন্দকার নিশান প্রমুখ।

 
Electronic Paper