ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

স্বর্ণপদক পাচ্ছেন নোবিপ্রবির ৪ শিক্ষার্থী

নোবিপ্রবি প্রতিনিধি
🕐 ৮:৪৪ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০১৯

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) চারটি অনুষদের চার শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯। ২০১৮ সালের সর্বোচ্চ ফলাফলের ভিত্তিতে তাদের মনোনীত করেছে বিশ্ববিদ্যালয়ের অনুষদীয় কমিটি। বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার মমিনুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নোবিপ্রবির পরীক্ষা নিয়ন্ত্রকের দফতর থেকে প্রকাশিত ২০১৮ সালের ফলাফলের ভিত্তিতে এ চারজন শিক্ষার্থীকে মনোনীত করা হয়েছে।

তারা হলেন, বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ থেকে ইনফরমেশন সায়েন্স অ্যান্ড কমিউনিকেশন বিভাগের শিক্ষার্থী মাহবুবুল আলম, বিজ্ঞান অনুষদ থেকে এগ্রিকালচার বিভাগের শিক্ষার্থী সাবিয়া খান, ব্যবসায় প্রশাসন অনুষদ থেকে ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ জাবেদ, সামাজিক বিজ্ঞান ও মানবিক অনুষদ থেকে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী হাবিবা সুলতানা।

 
Electronic Paper