ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

আবারও রাস্তায় সাত কলেজ শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
🕐 ৪:১৮ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০১৯

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা আবারও সড়কে নেমেছেন। সোমবার দুপুর ১২টায় নীলক্ষেত মোড়ে অবস্থান নেন তারা। এ সময় কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ এসে বাধা দিলে রাস্তা থেকে সরে যান ২০১৭-১৮ সেশনের এই শিক্ষার্থীরা। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, ভালো পরীক্ষা দিয়েও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস বিষয়ে গণহারে ফেল করেছেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী সিজিপিএ ২.০০ এর কম পেলে পরবর্তী বর্ষে শিক্ষার্থীকে উন্নীত করা হয় না। শিক্ষার্থীরা জানান, কোনোরকম নোটিস ছাড়া হঠাৎ এ নিয়ম কার্যকর করায় বিড়ম্বনায় পড়েছেন তারা। এ নিয়ম কার্যকরের ফলে অনেক শিক্ষার্থী দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হতে পারছেন না।

ইডেন মহিলা কলেজের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী মরিয়ম আক্তার বলেন, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস একটি সহজ বিষয়। এ বিষয়ে গণহারে ফেল মেনে নেওয়া যায় না। আর সিজিপিএ-২.০০ এর কম পেলে নট প্রোমোটেড, এ বিষয়ে আগে থেকে কিছুই আমাদের জানানো হয়নি। আমরা এর সমাধান চাই।

 

 
Electronic Paper