ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

রাজু ভাস্কর্যেরর সামনে সমবেত হচ্ছেন ৫ প্যানেল শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
🕐 ১২:২৫ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০১৯

ডাকসুর পুনঃনির্বাচনের দাবিতে রাজু ভাস্কর্যের সামনে সমবেত হচ্ছেন ৫ প্যানেলের প্রার্থী ও শিক্ষার্থীরা। কর্মসূচি অনুযয়ী এরপর তারা ভিসির কার্যালয়ে অবস্থান নিবে।

সোমবার (১৮ মার্চ) সকাল থেকেই বিক্ষোভকারীরা রাজু ভাস্কর্যের সামনে সমবেত হচ্ছেন।

এর আগে রোববার (১৭ মার্চ) ডাকসু ও হল সংসদ নির্বাচন বর্জন করে পুনঃনির্বাচনের দাবিতে আবারো ৫টি প্যানেল একসঙ্গে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়। এ দিন সন্ধ্যায় মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে ৫ প্যানেলের পক্ষ থেকে নিজেদের অবস্থান স্পষ্ট করেন স্বতন্ত্র জোট প্যানেলের ভিপি প্রার্থী অরণী সেমন্তি খান।

তিনি বলেন, ‘পুনঃনির্বাচনের দাবিতে আমরা ৫টি প্যানেল একসঙ্গেই আন্দোলন চালিয়ে যাব। প্যানেলগুলো হলো- কোটা সংস্কার আন্দোলনকারীদের জোট, বামপন্থী ছাত্র সংগঠনগুলোর প্রগতিশীল ছাত্র ঐক্য জোট, স্বাধিকার স্বতন্ত্র পরিষদ, স্বতন্ত্র জোট ও ছাত্র ফেডারেশন সমর্থিত প্যানেল।’

অরণী বলেন, ‘আমরা ৫টি দাবি জানাচ্ছি। সেগুলো হলো- জালিয়াতির ডাকসু নির্বাচন বাতিল, পুনঃতফসিল ঘোষণা, ব্যর্থ ভিসির অপসারণ, মিথ্যা মামলা প্রত্যাহার ও হামলাকারীদের ডাকসু আর বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার।’

 
Electronic Paper